রবিবার , ৪ মে ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া

প্রতিবেদক
admin
মে ৪, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)। আজ রোববার (৪ মে) সকালে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে এই সংক্রান্ত নথি দাখিল করেছে।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস ইমেইলের মাধ্যমে জানিয়েছে যে তুরিন আফরোজ তাদের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, বিশ্ববিদ্যালয়টিতে চিঠি পাঠিয়ে তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রির নথি চাওয়া হয়েছিল। জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি জানিয়েছে, এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই এবং তুরিন আফরোজ নামে কোনো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করেননি।

এর আগে, আপিল বিভাগে একটি বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক তুরিন আফরোজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। তিনি বলেন, তুরিন আফরোজ প্রভাবশালী থাকাকালে তার মাকে উত্তরাস্থ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং ওই বাড়িতে তার মায়ের বসবাসের নির্দেশনা চান।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট রাজধানীর উত্তরায় অবস্থিত পাঁচতলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করেন। এর ফলে তাদের ওই বাড়িতে বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে আইনজীবীরা জানান। বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - সম্পাদকীয়