বুধবার , ৭ মে ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভারত-পাকিস্তানের ৫৫২ ফ্লাইট বাতিল, হিমশিম খাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স

প্রতিবেদক
admin
মে ৭, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। চরম উত্তেজনাকর এই মুহূর্তে দুই দেশই পরস্পরের আকাশসীমা এড়িয়ে চলছে। এতে দুই দেশের মিলিয়ে ৫৫২টি ফ্লাইট এখন পর্যন্ত বাতিল হয়েছে। এই উত্তেজনা চলতে থাকলে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়তে থাকবে।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর বিবিসির।  তাদের হিসাব অনুযায়ী, পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

ওদিকে ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে- জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় তারা তাদের নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।

এদিকে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।

BB

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমানগুলো। তবে এখনো ভারতের ওপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে।

হিমশিম খাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের সংঘাতের কারণে বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সংঘাতপূর্ণ অঞ্চলের ওপর দিয়ে বিমান চলাচল করছে না।

দক্ষিণ কোরিয়া: কোরিয়ান এয়ার সিউল ইনচিওন থেকে দুবাইগামী তাদের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করেছে। বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা দিয়ে পূর্ববর্তী রুটের পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে দক্ষিণ রুট ব্যবহার করছে। কোরিয়ান এয়ারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আমরা বর্তমান পরিস্থিতি পরিবর্তনের জন্য পর্যবেক্ষণ করছি।

তাইওয়ান: তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, বেশ কয়েকটি ফ্লাইট রুট পুনঃনির্ধারণ ও বাতিল করা হয়েছে। তাইপে থেকে ফ্রাঙ্কফুর্ট এবং অ্যামস্টারডামগামী দুটি ফ্লাইট ব্যাংককে রুট পরিবর্তন করে ফিরে এসেছে। মঙ্গলবার ও বুধবার তাইপে থেকে প্রাগ, রোম ও লন্ডনগামী তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

চায়না এয়ারলাইন্স জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ফ্লাইটের সময়সূচি বিন্যস্ত করবে।

ইভা এয়ার জানিয়েছে, তারা পরিস্থিতি বুঝে প্রভাবিত আকাশসীমা এড়াতে ইউরোপ থেকে আসা যাওয়া ফ্লাইটগুলো বিন্যস্ত করবে, যাতে ক্রু সদস্য ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েনা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইট অস্ট্রিয়ার রাজধানীতে ফিরে আসবে এবং তাইপে থেকে মিলানগামী একটি ফ্লাইট জ্বালানি নেওয়ার জন্য ভিয়েনায় থামবে এবং পরে ইতালির ওই শহরে যাবে।

রাশিয়া: রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট জানিয়েছে, মস্কো থেকে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সেশেলসগামী তাদের সমস্ত ফ্লাইটের রুট পরিবর্তন করা হবে।

সিঙ্গাপুর: সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে তাদের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করা হয়েছে।

77

মালয়েশিয়া: মালয়েশিয়া এয়ারলাইন্স কুয়ালালামপুর থেকে লন্ডন হিথ্রো ও প্যারিস চার্লস ডি গল বিমানবন্দরগামী দুটি ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। এ দুটি ফ্লাইট তাদের যাত্রাপথে দোহায় থেমেছিল।

ক্যারিয়ারটি ৯ মে পর্যন্ত ভারতের অমৃতসর থেকে আসা যাওয়া সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।

থাইল্যান্ড: থাই এয়ারওয়েজ জানিয়েছে, তারা পাকিস্তানের আকাশসীমা এড়াতে বুধবার ভোর ৫টা থেকে ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ফ্লাইট পরিবর্তন করছে।

ইউরোপের বিভিন্ন শহরগামী অন্তত আটটি ফ্লাইট প্রভাবিত হয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, বুধবার ব্যাংকক থেকে ইসলামাবাদে একটি ফিরতি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শ্রীলঙ্কা: শ্রীলঙ্কান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ফ্লাইটগুলো প্রভাবিত হয়নি এবং পাকিস্তানের লাহোর ও করাচিতে তাদের চারটি সাপ্তাহিক ফ্লাইটের কোনো পরিবর্তন হয়নি। -নিউজ ডেস্ক

সর্বশেষ - সম্পাদকীয়