বুধবার , ১৪ মে ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনভর আন্দোলনের নগরী ঢাকা, যানজটে ভোগান্তি চরমে

প্রতিবেদক
admin
মে ১৪, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোরডটকম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে রিকশায় চড়ে জাতীয় প্রেসক্লাবে আসেন মোসলেম আহমেদ। স্বল্প দূরত্বের এই পথ পাড়ি দিতে সময় লাগে ৩৫ মিনিটেরও বেশি। পথে যানজট আটকে যায় তার রিকশা। এরপর সেই রিকশাতেই বসেছিলেন।

এই ব্যক্তি জানান, এই স্বল্প দূরত্বে তিনি কখনোই যানজটে পড়েননি এবং এতক্ষণ রিকশায় বসেও থাকেননি। পরে তিনি জানতে পারেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ফলে এই যানজটের তৈরি হয়েছে।

বুধবার (১৪ মে) সকালে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হয় জবি শিক্ষার্থীরা। পরে সকাল ১১টার দিকে তাদেরকে কাকরাইল মোড়ে আটকে দেয় পুলিশ।

traffic-jam1

এসময় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এর ফলে শাহবাগ, কাকরাইল ও জাতীয় প্রেসক্লাব সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজারও মানুষ। বাধ্য হয়ে ট্রাফিক বিভাগ ডাইভারশন দিতে থাকে।তবে যানজট স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে ট্রাফিক বিভাগ।

এদিকে, গুলিস্তানে নগর ভবন ঘেরাও করে বিএনপি নেতা ইশরাককে মেয়র পদে আসিন করার দাবি জানিয়েছে একদল লোক। তাদের কারণে গুলিস্তানের প্রধান সড়ক ছাড়াও পুলিশ সদর দফতরের সামনের সড়ক ও হাইকোর্ট সড়কে যানজট সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল দশটায় নগর ভবন ঘেরাও করার জন্য ইশরাকের অনুসারীরা মিছিল নিয়ে যেতে শুরু করে। পরে তারা সেখানে প্রবেশে আন্দোলন করতে থাকেন। ফলে গুলিস্তানে যানজট শুরু হয়। অন্যদিকে, একই সময়ে সদরঘাট থেকে আসতে থাকে জবির শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে তাদের মিছিল যত আসতে থাকে, যানজট তত দীর্ঘ হতে থাকে।

dd

ট্রাফিক রমনা বিভাগের ডিসি জয়নাল আবেদীন ঢাকা মেইলকে বলেন, আমরা চেষ্টা করছি। এত সহজে তো আজকের যানজট কমে আসবে না। তবে ডাইভারশন দেওয়া হয়েছে। শাহবাগ ও কাকরাইলের সড়ক বন্ধ রয়েছে।

জানা গেছে, শাহবাগ ও কাকরাইলের প্রধান সড়ক বন্ধ থাকায় গাড়িগুলো ভিন্ন পথে চলাচল করছে। এতেই বেশি যানজট তৈরি হয়েছে।

এছাড়াও নিউমার্কেট এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে কাঁটাবন এলাকায় ডাইভারশন দেওয়া হয়েছে। সায়েন্সল্যাব থেকে আসা সকল গাড়ি নিউমার্কেট থানার সামনে দিয়ে পলাশী হয়ে শহীদ মিনারের দিচ্ছে যাচ্ছে। পরে সেগুলোকে শিক্ষা ভবনের সামনে দিয়ে গুলিস্তান ও জাতীয় ঈদগাহের সামনের সড়ক দিয়ে পল্টনমুখী করা হচ্ছে।

শুধু শাহবাগ, নিউমার্কেট ও পল্টনই নয়, আজকের যানজটের প্রভাব পড়েছে মালিবাগ, মৌচাক, ফকিরাপুল ও খিলগাঁও এলাকাতেও। সেই এলাকাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে ছিলেন সাধারণ মানুষ। তবে সেই পরিস্থিতি কিছুটা কাটিয়ে সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হচ্ছে

বলে জানা গেছে।

nursing

বিকেল সাড়ে ৫টায় খোঁজ নিয়ে জানা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট ও জাহাঙ্গীর গেট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিস থেকে বাসায় ফিরতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী। তাই বিলম্বে ছাড়া হচ্ছে গাড়িগুলো। বিশেষ করে যারা মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেটের দিকে যাচ্ছেন তাদের যানবাহনগুলো দেরিতে ছাড়া হচ্ছে। সব মিলিয়ে পুরো

পুরো যানজটের কবলে মানিক মিয়া অ্যাভিনিউ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবশেষ খবর হলো, দুপুরে পর থেকে শাহবাগ মোড়ে নেমেছে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রী সমমানে উন্নীত করার দাবিতে কয়েক শত আন্দোলনকারী। তারা শাহবাগ অবরোধ করে রেখেছে। ফলে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সায়েন্সল্যাব, ফার্মগেট ও পল্টন থেকে কোনো যানবাহন শাহবাগ হয়ে চলছে না। পুরো সড়কে এখন আন্দোলনকারীরা অবস্থান নেওয়াতে সকল যান চলাচল বন্ধ রয়েছে। তবে শাহবাগে নার্সদের আন্দোলনের কারণে বেশ বিপাকে পড়েছেন হাসপাতালে আসা রোগী। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - সম্পাদকীয়

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

‘দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় আবদুল হামিদকে বিদেশ যেতে দেওয়া হয়েছে’

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ

জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে

তীব্র তাপপ্রবাহের মধ্যে ‘সুখবর’ আবহাওয়া অফিসের

গুঁড়িয়ে দেয়া হলো কবি সাহিত্যিকদের মিলনায়তন “সাহিত্য সংসদ মঞ্চ”

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

পাঁচবিবিতে মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল

পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

রক্তাক্ত কাশ্মীর, হামলাকারীদের শাস্তির দাবিতে ফুঁসছেন তারকারা