বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের

প্রতিবেদক
admin
মে ১৫, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ আন্দোলন ছেড়ে যাবে না। তারা রাতেও অবস্থান চালিয়ে যাবে বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি সমাবেশ হবে। এছাড়া, জুমার নামাজের পর থেকে শুরু হবে গণঅনশন। শিক্ষার্থীরা বলেন, ‘বোতলকাণ্ডে জড়িত শিক্ষার্থীর বিচার আমরা নিজেরাই করবো। তবে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করতে দেওয়া যাবে না।’

এদিকে দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জবি শিক্ষার্থীরা। টানা প্রায় ২৪ ঘণ্টা ধরে তারা রাস্তায় অবস্থান করছেন।

অনেকে ক্লান্ত হলেও আন্দোলন থেকে কেউ পিছু হটেননি। কেউ কেউ রাতভর রাস্তায় ঘুমিয়ে শুক্রবার সকালেও আন্দোলনে অংশ নিয়েছেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—
বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু।
জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।
দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেক সভায় পাশ ও দ্রুত বাস্তবায়ন।
১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত