সোমবার , ১৯ মে ২০২৫ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ব্লকেড কর্মসূচি, নগর ভবন এলাকায় উত্তেজনা

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলছে অবরোধ কর্মসূচি। রোববার (১৮ মে) সকাল থেকে ঢাকাবাসী ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।
এর আগে চার দিন ধরে চলছিল বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনই ঢাকার দক্ষিণ অংশের নির্বাচিত মেয়র। তাদের অভিযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে আদালতের রায় কার্যকর করছে না।

বিশেষ করে মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে উঠেছে প্রশ্ন। আন্দোলনকারীরা বলছেন, তিনি দায়িত্বপ্রাপ্ত না হয়েও রায়ের বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।

বিক্ষোভকারীরা আরও বলেন, ‘আমরা চাই, নাগরিক সেবার স্বার্থে নগর ভবনে বৈধ মেয়র হিসেবে ইশরাক হোসেন দায়িত্ব পালন করুন। এটা তার সাংবিধানিক ও আইনি অধিকার।’ তারা স্পষ্ট করে দিয়েছেন, ‘ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ প্রসঙ্গত, নির্বাচনের পর আদালতের রায়ে ইশরাক হোসেনের পক্ষে সিদ্ধান্ত এলে নির্বাচন কমিশন তার গেজেট প্রকাশ করে। কিন্তু এতদিনেও তাকে শপথ গ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে।
সেই প্রেক্ষিতেই এ কর্মসূচি। এদিকে নগর ভবনের আশপাশে বিক্ষোভকারীদের জড়ো হওয়ায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের চলাচলেও খানিকটা ভোগান্তি দেখা দেয়। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত