সোমবার , ২৬ মে ২০২৫ | ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনজপুরে লোভনীয় টসটসে লিচু এখন বাজারে

প্রতিবেদক
admin
মে ২৬, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের লিচুর খ্যাতি রয়েছে দেশজুড়ে। অন্যান্য জেলায় কম-বেশি এ ফলটি উৎপাদন হলেও চাহিদার বড় অংশ আসে এখান থেকে। শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ দেশের অন্যতম সুস্বাদু ও রসালো ফল দিনাজপুরের লিচু এখন ধীরে ধীরে বাজারে আসতে শুরু করেছে। দিনাজপুর জেলার বিভিন্ন বাগান থেকে যে লিচু সংগ্রহ করা হয়, তা স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় সারা দেশেই এর ব্যাপক চাহিদা রয়েছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন জেলায় লিচু চাষ হলেও দিনাজপুরের মাটি ও আবহাওয়া বেশ উপযোগী। স্বাদও অতুলনীয়।

স্থানীয় কৃষক ও বাগান মালিকরা জানিয়েছেন চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন বেশ ভালো হয়েছে। ইতোমধ্যে বেদানা ও চায়না-৩, বোম্বাই জাতের লিচু বাজারে আসতে শুরু করেছে। ঘোড়াঘাট উপজেলা ফল চাষিরা জানায়, গত বছরের তুলনায় এবছর ফল ভালো হয়েছে। লিচু বেচাকেনা শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে স্থানীয় বাগান ও হাটবাজারে। খুচরা ও পাইকার ব্যবসায়ীরা ইতোমধ্যে বিভিন্ন বাগানে ভিড় জমাতে শুরু করেছেন। কৃষকরা আশাবাদী, ন্যায্য দাম পেলে এবারের মৌসুম তাদের মুখে হাসি ফোটাবে।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই ফলন কৃষকদের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাহায্য করবে এবং দেশের ফল রপ্তানিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে ধুমছে চলছে লিচু বেচাকেনা দিনাজপুর শহরের কোতয়ালী থানার আশপাশ কালিতলায়। জানা গেছে এবারের লিচু বিক্রির টার্গেট ধরা হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত