বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ইস্টার্ন ব্যাংকের সাথে অংশীদারিত্বে দেশে প্রথমবারের মত ভিসা ফ্লেক্স নিয়ে আসছে ভিসা

প্রতিবেদক
admin
মে ২৯, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ইস্টার্ন ব্যাংক পিএলসি’র (ইবিএল) সাথে অংশীদারিত্বে শীঘ্রই বাংলাদেশে প্রথমবারের মত ভিসা ফ্লেক্সিবল ক্রেডেনশিয়াল (ভিএফসি–যা ফ্লেক্স নামেও পরিচিত) নিয়ে আসছে ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। এ অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে ভিসা কার্ডধারীদের আর্থিক ক্ষেত্রে আরও বেশি স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা প্রদান করা সম্ভব হবে। ভিসা ফ্লেক্স একটি আধুনিক পেমেন্ট সল্যুশন, যা গ্রাহকদের একটি মাত্র ভিসা কার্ড (১৬ ডিজিটের ইউনিক নম্বর) দিয়ে একাধিক ফান্ডিং অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ করে দিবে। ইবিএল কার্ডধারীরা ফ্লেক্স ব্যবহার করে একটি কার্ডের সাথে তাদের বিভিন্ন ফান্ডিং অ্যাকাউন্ট (সেভিংস, ক্রেডিট ও প্রিপেইড) লিঙ্ক করতে পারবেন। গ্রাহকরা তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী ফান্ডিং অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন; যেমন: লেনদেনের পরিমাণ বা মুদ্রার ধরণ অনুযায়ী কোন অ্যাকাউন্ট থেকে টাকা যাবে তা নির্ধারণ করার স্বাধীনতা পাবেন।

ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ফ্লেক্স নিয়ে বলেন, “আমরা আমাদের দীর্ঘদিনের অংশীদার ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সাথে অংশীদারিত্বে বাংলাদেশে প্রথম ফ্লেক্সের মত একটি যুগান্তকারী পেমেন্ট সল্যুশন নিয়ে আসতে যাচ্ছি। এজন্য আমরা আনন্দিত। এটি আমাদের কার্ডধারীদের পেমেন্ট ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত করবে, তাদের দৈনন্দিন ডেবিট ও ক্রেডিট ট্রানজাকশনে আরও বেশি নিয়ন্ত্রণ ও স্বাধীনতা দিবে। আমরা বিশ্বাস করি, নতুন এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে, যা বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সল্যুশনে আমাদের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।”

ইবিএল -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, “ইবিএল -এ আমরা বিশ্বমানের ও গ্রাহককেন্দ্রিক পেমেন্ট সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ইবিএল ও ভিসার এই কৌশলগত অংশীদারিত্ব এবং ‘ইবিএল ভিসা ফ্লেক্স’ -এর মাধ্যমে আমরা সেই যাত্রায় এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করলাম। নতুন ও উদ্ভাবনী এ সেবার মাধ্যমে আমাদের গ্রাহকেরা একটি মাত্র কার্ড ব্যবহার করে সহজে একাধিক কার্ডের অর্থ ব্যবস্থাপনা করতে পারবেন। ব্যাংকিং অভিজ্ঞতাকে স্বাচ্ছন্দ্যদায়ক করা ও দৈনন্দিন আর্থিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে এ উদ্যোগ আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।” ভিসা ফ্লেক্সিবল ক্রেডেনশিয়াল প্রোগ্রামটি ভিসার বৃহত্তর পরিকল্পনার অংশ; এর আওতায় ভিসার সেবা ব্যবহারে গ্রাহকদের স্বাধীনতা আরো বাড়বে। পাশাপাশি, গ্রাহকদের অধিকতর সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করাই এর লক্ষ্য। ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সাথে ভিসার অংশীদারিত্ব, বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় ভিসার ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। -প্রেসরিলিজ

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

সালাহউদ্দিন আহমেদ : আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাই

যুদ্ধ করেই কখনো কখনো সমস্যার সমাধান করতে হয়: ট্রাম্প

নতুন ‘কর্মসংস্থান অধিদফতর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার

প্রতীকসহ দলীয় নিবন্ধন ফেরত পাচ্ছে জামায়াত: ইসি

খিলক্ষেতে অস্থায়ী মণ্ডপ উচ্ছেদ: যা বললেন রেল উপদেষ্টা

‘পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আ.লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?’

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

মুজিবনগরে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে পালন

অবশিষ্ট ‘দোসর’ আমলাদের দ্রুত অপসারণ করুন: জুলাই ঐক্য