রবিবার , ৮ জুন ২০২৫ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রতিবেদক
admin
জুন ৮, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

শনিবার (৭ জুন) দুপুরে সেনাপ্রধান তার স্ত্রীকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে।

এ সময় সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সম্প্রতি সরকারের সঙ্গে সেনাবাহিনীর মতবিরোধী দেখা দিয়েছে বলে বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠে। তবে সেনা সদর থেকে ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতবিরোধ দেখা দেয়নি। সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী অব্যাহতভাবে কাজ করে যাবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে দেশ সরকারশূন্য হয়ে পড়ে। ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত কার্যত দেশে কোনো সরকার ছিল না। ৫ আগস্ট জাতির উদ্দেশে সেনাপ্রধানের ভাষণ বিশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করে। এছাড়া অন্তর্বর্তী সরকার গঠন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

army2

এদিকে একই দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত