বুধবার , ১১ জুন ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের সংস্কারে সহায়তা দেবে কমনওয়েলথ

প্রতিবেদক
admin
জুন ১১, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বটচওয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন মহাসচিব বটচওয়ে। তিনি জানান, বাংলাদেশ চাইলেই কমনওয়েলথ সংবিধান সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত।

শার্লি বটচওয়ে বলেন, আগামী পাঁচ বছরে গণতন্ত্র, সুশাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাণিজ্য বৃদ্ধিকে অগ্রাধিকার দেবে কমনওয়েলথ। তার ভাষায়— কমনওয়েলথ একটি বৃহৎ পরিবার। এর সদস্য দেশগুলোকে আরও কাছাকাছি আনতে আমরা কাজ করছি।

তিনি জানান, বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্ক এক ট্রিলিয়নে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের যুবসমাজ ও খেলাধুলার সম্ভাবনা কাজে লাগানো গুরুত্বপূর্ণ। তিনি কমনওয়েলথকে আহ্বান জানান, যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করার।

জবাবে মহাসচিব জানান, চলতি জুন মাসেই ঢাকায় একটি যুব বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হবে। তরুণদের সম্পৃক্ত করতে কমনওয়েলথ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াতে স্কলারশিপ ব্যবস্থাকে আধুনিকায়নের কথাও জানান তিনি। এই বিষয়ে অধ্যাপক ইউনূস গুরুত্বারোপ করেন এবং বলেন, তরুণদের সক্ষম করে তুলতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

এর আগে, ৯ জুন সন্ধ্যায় চার দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন অধ্যাপক ইউনূস। পরদিন হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরের অংশ হিসেবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। এ সময় তিনি রাজা চার্লসের কাছ থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এই সফরে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

বড় দুর্ঘটনা থেকে বাঁচল বিমানের ফ্লাইট, এক চাকা ছাড়া ঢাকায় জরুরি অবতরণ

ফজলুর রহমানের বক্তব্য ঘিরে বিএনপিকে হেফাজতের কড়া হুঁশিয়ারি

কাশ্মির হামলার পর ভারত-পাকিস্তান পানি চুক্তি স্থগিত, সার্ক ভিসা বাতিল

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

‘প্রধান উপদেষ্টার কথায় মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি’

নাটকীয় টাইব্রেকারে সাফ ফাইনালে হারল বাংলাদেশ

ইরান-ইসরাইল সংঘাতে যেসব প্রভাব পড়তে পারে পাকিস্তানে

দাবি করেছে দিল্লি : ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

এবার নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন