বুধবার , ২৫ জুন ২০২৫ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বসতভিটা রক্ষায় হামলার শিকার পরিবার: পালিয়ে বেড়ানোর অভিযোগ

প্রতিবেদক
admin
জুন ২৫, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাটিয়ারিপাড়া এলাকার আকিবুজ্জামান ও তার পরিবার বসতভিটা দখলের চেষ্টার প্রতিবাদে প্রতিপক্ষের হামলা ও হুমকির কারণে পালিয়ে বেড়ানোর অভিযোগ করেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় এক সংবাদ সম্মেলনে আকিবুজ্জামান ও তার পরিবারের সদস্যরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন। আকিবুজ্জামান জানান, ১৯৮১ সাল থেকে তাদের ৩.৭৫ শতক বসতভিটার জমি ও ক্রয়কৃত অতিরিক্ত ২.৫০ শতক জমিসহ মোট ৬.২৫ শতক জমিতে তারা বসবাস করছেন। তবে একই এলাকার আনিসুর রহমান (৪৫) ও ফরাজুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তি তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বসতভিটা দখল করতে অভিযুক্তরা একাধিকবার তাদের উপর হামলা চালায়। আকিবুজ্জামান, তার বাবা-মাকে মারধর করে আহত করার ঘটনায় বিরল থানায় দুটি মামলা করা হয়েছে, যা বর্তমানে দিনাজপুর আদালতে বিচারাধীন। সম্প্রতি মামলার শুনানির পর অভিযুক্তরা আবারও হামলা চালায় এবং বসতবাড়ির কিছু অংশ দখল করে নেয় বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আকিবুজ্জামান দাবি করেন, অভিযুক্তরা তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে হুমকি দিচ্ছে এবং একাকী পেলে হত্যার পরিকল্পনা করছে। এসব কারণে তিনি এবং তার পরিবার বর্তমানে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
সংবাদ সম্মেলনে আকিবুজ্জামানের পরিবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে আকিবুজ্জামান আরও জানান, তাদের অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা টিনের বেড়া দিয়ে তাদের জমির একটি অংশ দখল করে নিয়েছে। এ বিষয়ে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। দিনাজপুর জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করবে বলে ভুক্তভোগীরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

গাজায় গণহত্যা চলছেই, নিহত ছাড়িয়ে গেল ৫৩ হাজার

‘এটাই নারীবাদ’ দীপিকাকে ঘিরে সন্দীপের কটাক্ষ

মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই

হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো নাটক ছিল: মাহমুদুর রহমান

সেই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন: প্রেস উইং

বিরামপুরে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যেখানে পাবে, গুলি করবে— হাসিনার নির্দেশ নিয়ে যা বললেন প্রসিকিউটর

খালিদ ও রুকু মনি দম্পত্তির প্রথম কন্যা সন্তানের আগমনে আনন্দে দিশেহারা পরিবার

অতিরিক্ত ফি আদায়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিকেলে বিসিবির জরুরি সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি