সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

‘নেইমারের হাতে এখনো সময় আছে’

প্রতিবেদক
admin
জুন ৩০, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতিটি দল নিজেদের প্রস্তুতি জোরদার করছে।  রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে চলতি মাসের শুরুতে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি।

২০২৩ সালের অক্টোবর মাসে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ২০২৫ সালে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরলেও চোটের কারণে মাঠে ফিরতে পারেননি নিয়মিত। মার্চ ও জুন মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও ছিলেন না।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না ব্রাজিল। অভিজ্ঞ নেতৃত্বের অভাবও চোখে পড়ছে।

নেইমার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। সে আমাদের জাতীয় দলের জন্য, বিশেষ করে বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর সেটা করার জন্য তার হাতে সময় আছে।

কোচ আরও বলেছেন, আমি তাকে বলেছি, যেন ঠিকভাবে নিজেকে তৈরি করে। আমাদের পরিকল্পনায় সে আছে, আমরা চাই সে ব্রাজিলের জন্য আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে মাঠে ফিরতে পারেন নেইমার। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত