সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সন্তান দত্তক নিয়ে মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন শেফালি

প্রতিবেদক
admin
জুন ৩০, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

বিনোদন জগতের ‘কাঁটা লাগা’খ্যাত মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু হয়েছে গত শুক্রবার। শেষকৃত্য সম্পন্ন হয়েছে শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিনোদন জগতে। মাত্র ৪২ বছর বয়সে এ অভিনেত্রীর মৃত্যু কেউই মেনে নিতে পারেননি। তবে অভিনেত্রী শেফালি নাকি সানি লিওনের মতো সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সানির সিদ্ধান্ত থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, শেফালি মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তবে সন্তান জন্মদানের মাধ্যমে নয়; বরং কন্যাসন্তান দত্তক নেওয়ার মাধ্যমেই মা হওয়ার এই সুপ্ত বাসনা তার মনে জেগেছিল। অভিনেত্রী সানি লিওনের মতো সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

‘বিগ বস ১৩’-এর ঘরে থাকাকালীনই শেফালি তার সন্তান পরিকল্পনা নিয়ে সহপ্রতিযোগী হিন্দুস্তানি ভাউয়ের সঙ্গে কথা বলেছিলেন। পরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী এ বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরেন।

শেফালি বলেন, ‘বিগ বস ১৩’-এর ঘরে আমি সন্তান দত্তক নেওয়া নিয়ে কথা বলেছিলাম। আমি সানি লিওনের মতো কন্যাসন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত থেকে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। তিনি বলেন, এটি আমাকে ভীষণভাবে স্পর্শ করেছিল। তাই সব সময়ে আমি একটি কন্যাসন্তান দত্তক নিতে চেয়েছি।

এ অভিনেত্রী আরও বলেছিলেন— কত শিশু রয়েছে, যাদের একটি পরিবার প্রয়োজন। আমি মনে করি, এমন একটি শিশুকে নিরাপদ ও সুখী জীবন দেওয়ার মতো অবস্থায় রয়েছি। আমি সেই শিশুকে একটি সুন্দর পরিবেশে বড় করতে চাই। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন। এভাবেই আমি ঈশ্বরের আশীর্বাদ ভাগ করে নিতে চাই বলেও জানান শেফালি।

এ ছাড়া শেফালি বিয়ের পর তার স্বামী পরাগ ত্যাগীকে এ ইচ্ছার কথা জানিয়েছিলেন। পরাগ সবসময়ই তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। শেফালি বলেন, পরাগ তাকে বলেছেন— তোমাকে মা হতে হবে, সন্তানধারণ করবে নাকি দত্তক নেবে, তা তোমার সিদ্ধান্ত। আমি সব ক্ষেত্রেই তোমার পাশে থাকব। ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত