প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপের মূল পর্বে খেলার খুব কাছে বাংলাদেশ। আজ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলা অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
ফিফা র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ইয়াংগুনের থুউন্না যুব ট্রেইনিং সেন্টার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লাল-সবুজরা। দ্বিতীয় মিনিটেই মনিকার একটি ক্রস রুখে দেন মিয়ানমারের গোলরক্ষক ফখিন মো মো তুন। পরের মিনিটে প্রতিপক্ষের আক্রমণ ঠেকান শামসুন্নাহার সিনিয়র। ১৮ মিনিটে শামসুন্নাহার দারুণ ড্রিবল করে বক্সের দিকে এগোলে তাকে ফাউল করেন খিন ম্যো থান্ডার তুন।
সেই ফাউলের জন্য বাংলাদেশ পায় ফ্রি-কিক। ঋতুপর্ণা চাকমার নেওয়া প্রথম শটটি প্রতিহত হলেও ফিরতি বল থেকেই কোণাকুনি শটে জাল খুঁজে নেন তিনি। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ২৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রসে ছোট বক্সে শামসুন্নাহার জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে।
এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মিয়ানমার। একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। যোগ করা সময়ে সান থাও থাও একটি সহজ সুযোগ নষ্ট করেন। তাতে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পরও ম্যাচে আধিপত্য বজায় রেখেছে বাটলারের শিষ্যরা। দারুণ আক্রমণে বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করেছিল মেয়েরা। ৭২ মিনিটে দলকে আরও একবার এগিয়ে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা।
এদিকে বাংলাদেশের জয় যখন অনেকটাই নিশ্চিত তখনই গোলের দেখা পায় মিয়ানমার। ম্যাচের ৮৮ মিনিটে স্বাগতিকদের হয়ে এক গোল করেন উইন উইন। এতে ম্যাচে ফেরার উপলক্ষ পায় মিয়ানমার। তবে শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে বাটলারের দল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। -ডেস্ক রিপোর্ট