শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

৫ কোটি টাকা চাঁদা দাবি, যাত্রাবাড়ীর যুবদল নেতা বহিষ্কার

প্রতিবেদক
admin
জুলাই ১২, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) এককালীন পাঁচ কোটি টাকা অথবা মাসিক ১০ লাখ করে চাঁদা দাবি করা যাত্রাবাড়ীর যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষর করা দলীয় প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জানা গেছে, বহিষ্কৃত মুশফিকুর রহমান ফাহিম ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি।

তাকে বহিষ্কার করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও বলা হয়েছে, তার (ফাহিম) বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এককালীন পাঁচ কোটি টাকা বা মাসিক ১০ লাখ টাকা চাঁদার দাবিতে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো গাড়ি যাত্রবাড়ী বাসস্ট্যান্ডে ঢুকলেই ভাঙচুর এবং বাসচালক ও শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছিল সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলন করেন জেলার সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শরীয়তপুর সুপার সার্ভিসের কোনো বাস যাত্রাবাড়ী স্ট্যান্ডে ঢুকতে দিচ্ছে না। বাস গেলেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকার যুবদল নেতা ফাহিমের লোকজন হামলা করছে। এতে দুই দিনে অন্তত ২৫টি বাস ভাঙচুর করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন বাসচালক ও শ্রমিক আহত হয়েছে।

পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, ফাহিম আমাদের কাছে এককালীন ৫ কোটি টাকা বা মাসিক ১০ লাখ করে টাকা দাবি করেছেন।’এই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা না যেতেই ওই যুবদল নেতার বহিষ্কারের সিদ্ধান্ত এলো।-নিউজ ডেক্স।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত