রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগকে হত্যা করা হয়েছে

প্রতিবেদক
admin
জুলাই ১৩, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয় বরং ভাঙ্গারি দোকানের মালিকানা ও আয়-ব্যয় নিয়ে বিরোধের ফলাফল বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি। তিনি বলেন, দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার ও তার ভাড়াটে লোকজনই পৈশাচিকভাবে সোহাগকে হত্যা করেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও এমন তথ্য উঠে এসেছে।

এই নৃংশস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নূরুল ইসলাম মণি সরকারের কাছে এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রোববার বিকালে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় নিহত সোহাগের পরিবারের খোঁজখবর নিতে এসে একথা বলেন তিনি।

এ সময়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত সোহাগের স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সোহাগের পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়া, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে স্থানীয় কাকচিড়া হাইস্কুল মাঠে এক পথসভায় নূরুল ইসলাম মণি বলেন, একটি মহল অত্যন্ত সুকৌশলে মিটফোর্ডের একটি ব্যবসায়িক দ্বন্দ্বকে চাঁদাবাজি বলে প্রচার করার অপচেষ্টা করছে। মহলটি অত্যন্ত পরিকল্পিতভাবে, অত্যন্ত সুচারুভাবে নৃশংস এই হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। যারা এটি করছে, তারা দেশে সময়মতো একটি নির্বাচন হোক তা চায় না। দেশে গণতন্ত্র ফিরে আসুক তা চায় না।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী আনুপাতিকহারে নির্বাচনের কথা বলছে। সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমেরিকা, ইংল্যান্ডসহ পৃথিবীর বহু উন্নত রাষ্ট্রে আনুপাতিকহারে নির্বাচন হয় না। এমনকি যারা তাদের মাথায় এই ভূত চাপিয়ে দিয়েছে সেই ভারতেও আনুপাতিক হারে নির্বাচন হয় না। এটি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি অপচেষ্টা মাত্র।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা জেনেও আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের এই অবস্থায় একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে থাকা সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চান।

দেশবিরোধী সব চক্রান্তকারীদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমান সবার মেধাকে কাজে লাগিয়ে দরিদ্র এই দেশটাকে এগিয়ে নিতে চান। তিনি দক্ষ জনশক্তি তৈরি করে বেকারত্বের হাত থেকে দেশকে বাঁচতে যে চান। অভাবি মানুষের অভাব মোচন করতে চান।

সভায় নিহত সোহাগের স্ত্রী লাকি আক্তার বক্তব্য রাখেন। তিনি তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তার স্বামীর মৃত্যু নিয়ে যারা নোংরা রাজনীতি করছেন তাদের তীব্র নিন্দা জানান।

মামলার বাদী নিহত সোহাগের বোন অভিযোগ করেন, মামলার এফআইআর-এ পুলিশ নাম পরিবর্তন করেছে। বেশ কয়েকজনের নাম বাদ দিয়ে নতুন লোকের নাম দেওয়া হয়েছে যাদের আমরা চিনি না, জানি না।

কাকচিড়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মাস্টার, পিপি এডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ শফিকুজ্জামান মাহফুজ, হুমায়ুন হাসান শাহীন, পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী মহম্মদ ফারুক, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বামনা উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল প্রমুখ। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক