মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

শামীম ওসমানের ৪৫০ কোটির সন্দেহজনক লেনদেন, দুদকের ২ মামলা

প্রতিবেদক
admin
জুলাই ১৫, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক পিয়াম পাল ও মনিরুল ইসলাম এসব মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালীন দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার করেন এবং কোনো বৈধ উৎস ছাড়া ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার সম্পদের মালিক হন। এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৯টি হিসাবে মোট ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৫৮০ টাকার লেনদেন শনাক্ত হয়েছে, যা দুদক সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে।

এছাড়া শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে ধরা হয়েছে।

এই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, তাদের ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবীবা জোহার বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগে তদন্ত চলছে। ইতোমধ্যে তাদের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। এই অভিযোগের ভিত্তি হিসেবে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, দুদকের নির্দেশে শামীম ওসমানের দুটি প্লট ক্রোক এবং ২৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর গুলশান মার্কেটে চাঁদা না দেয়ায় মোবাইল শো-রুম ভাংচুর ও লুটপাট

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনসহ ১০ প্রকল্প অনুমোদন

‘এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে আছে’

‘পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আ.লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?’

৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা

আতিউর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরের ব্যাংক হিসাব তলব

চার দিনের সফরে কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আবু সাঈদ হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল

‘বাংলাদেশ সরকারের সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’