জন অমৃত মন্ডল (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মুজিবনগর মহাজনপুর মা্ধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোজ বুধবার দুপুরে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কন্সার্ন্স ( বি ওয়াই এফসি) মুজিবনগর ও মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্দ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়।মাদক বিরোধী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর । অনুষ্ঠানের মাদককের কুফল ও ভয়াবহতা বিষয় তুলে ধরেন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বি ওয়াই এফসি , মুজিবনগর।মাদক অপব্যবহারের সামাজিক ও পারিবারিক কুফল ব্যাখ্যা করে বিস্তারিত আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্ক বিদ্যুৎ বিহারী নাথ। এ সময় মাদক বিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য ও উপস্থিত ছাত্র / ছাত্রীদের মাদক বিরোধী শপফবাক্য পাঠ করানো হয়। এ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কলম উপহার হিসেবে ছাত্র/ ছাত্রীদের মধ্যে মাদকের ক্ষতি সম্বলিত বিতরণ ও করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বি ওয়াই এফসি ভলান্টিয়ার পাপিয়া মন্ডল প্রমুখ।