(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঊষা নারী উন্নয়ন সংস্থা প্রতি বছরের ন্যায় মাস ব্যাপী চারা বিতরণ , গাছের পরিচর্যা ও বৃক্ষ রোপনের কর্মসূচীর উদ্যোগ গ্রহন করে। পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে অদ্য ৩০ শে জুলাই ২০২৫ টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় এ ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। ঊষা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশ গুপ্ত এর সভাপতিতেত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) তাজদীক মামুন, সিনিয়র শিক্ষক আবদুচ ছবুর ,ইকো ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী সুজন দেব। বক্তারা বলেন ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ব পালনের জন্য বেশী পরিমানে গাছের চারা লাগানো একটি অন্যতম কার্য্যকর উপায়। গাছ শুধু আমাদের পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না আমাদের বেঁচে থাকার জন্য অপরিহায্য অক্সিজেন সরবরাহ করে । তাই আমাদের নিজেদের বাঁচতে, পরিবেশ রক্ষ্া করতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষ রোপন এর বিকল্প নেই। এ সময় টাইগারপাস বহুমূখী উচ্চ বিদ্যালয় এবং ঊষা নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা শিক্ষক শিক্ষীকা মন্ডলীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ, বনজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।