আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর শহরের শিল্প বনিক সমিতির মিলনায়তনে বুধবার (৩০ জুলাই) জেলা বিএনপির যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে দলের বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, অতীতে জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যে সম্পন্ন হয়েছে, তাই বর্তমান সরকারের এক বছর সময় লাগার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, আগামীর নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করার দায়িত্ব মোহাম্মদ ইউনুস সরকারের।
এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মোকাররম হোসেন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু এবং জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।