(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পঞ্চগড় সদর উপজেলা ও তেঁতুলিয়া উপজেলার পৃথক দুই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তেঁতুলিয়া ভজনপুর থেকে সাতজনকে এবং পঞ্চগড় জেলার সদরে উপজেলায় ঘাগড়া এলাকা থেকে ১০ জনকে আটক করে বিজিবি।
আটককৃতরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে পুশইনকৃত আটককৃত ব্যক্তিরা হলেন- ফরিদপুরের সালথা থানার ঘরের কান্দি গ্রামের শাহজাহান মোল্লা ছেলে জুনায়েদ (৩০), গান্ধী থানার বেলবাড়িয়া গ্রামের সোলাইমান মিয়ার ছেলে শাহিন মিয়া (৪৫), নগরকান্দা মধ্য কাচাহল গ্রামের আইয়ুব মিয়ার ছেলে নয়ন মিয়া (৩৮), সুকানি গ্রামের হারুন সরদারের ছেলে সাইফুল সরদার (৩৪), নগরকান্দা থানার কোদালিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে নূর মোহাম্মদ (৪৬), সিলেটের কানাইঘাট থানার বাটি বাটিবাড়াপইত গ্রামের ফোয়াজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), হবিগঞ্জের আজমিরগঞ্জ থানার শিবপাশা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফয়সাল আমিন (২৬)।
পঞ্চগড় সদরে আটকৃতদের পরিচয় নিশ্চিত করাসহ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, তারা সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং সেখানে বিভিন্ন জায়গায় কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের উড়িষ্যা, মহারাষ্ট্রসহ বিভিন্নস্থান থেকে আটক করে। পরে বিমানযোগে শিলিগুঁড়ি নিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ সদস্যরা পরে তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপি টহল দল বাঙ্গালপাড়া সীমান্ত দিয়ে আসা ১০ জনকে আটক করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। একইভাবে তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৭ জনকে আটক করে বিজিবি এবং পরে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিজিবি পুশইন হওয়া ১০ জনকে জিডির ভিত্তিতে থানায় হস্তান্তর করেছে। তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই চলছে।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ বলেন, আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেছি।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া সাতজনকে আটক করে জিডি মূলে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। -ডেস্ক রিপোর্ট



















