(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে চীনের রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের বেশ কিছু এলাকায়। গত তিন দিনের বন্যায় ইতোমধ্যে নিহত হয়েছেন ৩৮ জন এবং নিরাপদ স্থানে সরানো হয়েছে অন্তত ৮০ হাজার মানুষকে।
বন্যায় প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে বেইজিংয়ে। মৃত ৩৮ জনের মধ্যে ৩০ জনই রাজধানীর। বাকি ৮ জন হেবেই প্রদেশের বিভিন্ন অঞ্চলের।
সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, বেইজিংয়ের অন্তর্ভুক্ত দুই জেলা মিয়ুনে ২৮ জন এবং ইয়াংকিংয়ে ২ জন নিহত হয়েছেন। বেইজিংয়ের এই দুই জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।
২১ জুলাই থেকে বেইজিং এবং চীনের উত্তরাঞ্চলীয় বিভিন্ন শুরু হয়েছে ভারী বর্ষণ এবং মৌসুমি ঝড়। প্রায় ১০ দিন ধরে এই দুর্যোগ পরিস্থিতি চলার পর গতকাল বুধবার চীনের আবহাওয়া দপ্তর বেইজিংয়ে ঝড়-বৃষ্টি বিষয়ক সতর্কতা প্রত্যাহার করেছে। তবে এক পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ঝড়-বৃষ্টির মাত্রা কমে এলেও যে কোনো সময় আবার তা বাড়তে পারে।
বন্যায় বেইজিংজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, দোকান এবং সরকারি কার্যালয়। ভারী বৃষ্টির জেরে ইতোমধ্যে রাজধানী শহরের অন্তত ৩১টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের পর ১৫টি রাস্তায় যান চলাচল কোনো প্রকারে শুরু হয়েছে, তবে এখনও ব্যাবহারের অযোগ্য অবস্থায় আছে ১৬টি সড়ক।
চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত সপ্তাহের বুধবার থেকে চলতি সপ্তাহের সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিঙে ১৬৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেইজিংয়ের মিয়ুন ও ইয়াংকিং জেলায়। এ দুই জেলায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেজিঙের বহু এলাকায় সোমবার স্থানীয় সময় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ৯৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। -ডেস্ক রিপোর্ট



















