বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাচনি তফসিল ঘোষণা, ভোট ৯ আগস্ট

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি: নং ২৯৩৬)-এর নির্বাচন আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ওমর ফারুক স্বাক্ষরিত তফসিলে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী

  •     খসড়া ভোটার তালিকা প্রকাশ: ২৮ জুলাই
  •     চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৯ জুলাই
  •     মনোনয়নপত্র সংগ্রহ: ৩০ ও ৩১ জুলাই
  •     মনোনয়নপত্র জমার শেষ সময়: ২ আগস্ট, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
  •     মনোনয়নপত্র বাছাই: ৩ আগস্ট, সকাল ১১টা
  •     মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ৪ আগস্ট, সকাল ১০টা থেকে দুপুর ১২টা
  •     চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ৪ আগস্ট, বিকেল ৩টা
  •     প্রতীক বরাদ্দ: ৫ আগস্ট, সকাল ১১টা
  •     ভোটগ্রহণ: ৯ আগস্ট, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অর্থনীতি