রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সাংবাদিক আটক

প্রতিবেদক
admin
আগস্ট ৩, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি হিন্দুপল্লীতে হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামে এক সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হিন্দুপল্লীতে হামলার ঘটনা উসকে দেওয়ার অভিযোগ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকে দেওয়ার অভিযোগে রংপুর থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকার পাগলাপীর প্রতিনিধি হাবিবুর রহমান সেলিমকে শনিবার রাতে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উসকে দেওয়ার অনেক ভিডিও ও অডিও থাকায় তাকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে।

ওসি আরও জানান, আলদাতপুরে হিন্দুপল্লীতে ভাঙচুরের মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ছয়আনি গ্রামের সুজন চন্দ্রের ছেলে রঞ্জন রায়ের নামে ফেসবুকে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র তৈরি ও অশালীন মন্তব্য লিখে একাধিকবার পোস্ট করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। ২৬ জুলাই রঞ্জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৭ জুলাই কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি থেকে একটি মিছিল নিয়ে লোকজন ছয়আনি গ্রামে এসে হিন্দু পরিবারের ১৩টি বাড়ি ভাঙচুর-লুটপাট করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এক ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে গঙ্গাচড়া থানায় গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের ৬৫ হত্যাসহ ১১৩ মামলার তদন্তে সিআইডি

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্তের লক্ষ্য ঐকমত্য কমিশনের

উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গ কেন তুললেন এনসিপি নেতারা?

শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড : ওষুধ উৎপাদনে অনিশ্চয়তা, ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা

২০১৮ সালের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত

১৬ বছর হলেই এনআইডির জন্য নিবন্ধন করা যাবে: ইসি সচিব

চাপের মুখে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে: জামায়াত সেক্রেটারি

প্রত্যাহারকৃত ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

শিবগঞ্জে তথ্য অধিকার ও গণতান্ত্রিক সংলাপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত