মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর : ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫

প্রতিবেদক
admin
আগস্ট ৫, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর ত্রি-বার্ষিক ২০২৫ নির্বাচনে মোট ৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরে ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট ওমর ফারুক জানান, এ নির্বাচনে মোট ৫টি পদের বিপরীতে গত ৩১ জুলাই ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ আগস্ট নির্বাচন কমিশনের প্রধানের নিকট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এ নির্বাচনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গতকাল ৪ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজনকেই নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচিত প্রার্থীরা হলেন-সভাপতি সাদাকাত আলী খান (দিনাজপুর জেলা প্রতিনিধি, দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি ফারুক হোসেন (স্টাফ রিপোর্টার (দিনাজপুর) এনটিভি), সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন (পার্বতীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান (দিনাজপুর জেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ) ও অর্থ সম্পাদক এম এ সালাম (দিনাজপুর জেলা প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের খবর ও হেড অব নিউজ দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম )।

সর্বশেষ - আর্ন্তজাতিক