বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে ৫ ই আগষ্ট উপলক্ষে,সান সাইন ফাউন্ডেশন কর্তৃক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
আগস্ট ৬, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ণ

মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে ৫ই আগস্ট উপলক্ষে সান সাইন ফাউন্ডেশন কর্তৃক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে,মঙ্গলবার ৫ই আগস্ট সকাল সাড়ে ১০ টার সময় দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের জনতা মোড়ে অবস্থিত হাজী মোহাম্মদ সামসুদ্দীন প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদরাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সান সাইন ফাউন্ডেশনের আয়োজনে,রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন সান সাইন ফাউন্ডেশন এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ শামিম সরকার সবুজ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজার রহমান। রিপোর্টার্স দিনাজপুর জেলা। সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান। (শিক্ষা সচিব,সান সাইন ফাউন্ডেশন) জনাব মোঃ আবু তালেব(প্রধান শিক্ষক, হাজী মোহাম্মদ সামসুদ্দীন প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদরাসা) জনাবা মোসা: মাহাবুবা আক্তার (সহকারী শিক্ষিকা,হাজী মোহাম্মদ সামসুদ্দীন প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদরাসা)। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সরকার পক্ষের হয়ে অংশ নেন- নাঈম,শিহাব ও সবুজ রানা স্যারের প্রতিনিধি,দলনেতা মোসা: মিম আক্তার,মোসা: সানজিদা আক্তার সুমা,মোসা: জিনাত আক্তার আঁখি। এবং প্রশাসন পক্ষের হয়ে অংশ নেন, চন্দন,মেহেদী ও শাকিল স্যারের প্রতিনিধি,দলনেতা মোসা: সুমাইয়া সুমি,মোসা: রাহাতুন জেবা,মোসা: রুবাইয়া আক্তার। সরকার ও প্রশাসনের পক্ষে ও বিপক্ষে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় প্রশাসন পক্ষ বিজয় লাভ করে। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মোস্তাফিজার রহমান বলেন,নির্দিষ্ট বইয়ের বাহিরেও এভাবে প্রতিযোগিতার মাধ্যমে অনেক কিছু শেখার আছে। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশ ও জাতির সহযোগিতা করতে হবে। অনিয়ম হলেই প্রতিবাদ করতে হবে,নিজের জায়গা থেকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও জাতির জন্য ভাল কাজ করতে হবে,কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়,ক্ষমতা হচ্ছে ক্ষনিকের জন্য,তাই সবার সাথে ভালো ব্যবহার করতে হবে।তবে একজন দায়িত্বশীল নাগরিক হলে দেশ ও জাতির মানুষকে অনেক কিছুই শেখানো সম্ভব। কাউকে দোষারোপ নয় নিজের মন কে পরিষ্কার করলেই দেশ এমনিতেই পরিষ্কার হবে, এই মনোভাব নিয়ে চললে অবশ্যই জাতিকে একটি সুন্দর দেশ উপহার দেয়া সম্ভব। বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ক্রেস্ট ও মহা মূল্যবান বই ও ফলজ গাছের চারা উপহার হিসেবে তুলে দেন প্রধান অতিথি জনাব মোস্তাফিজার রহমান ও পরিচালক জনাব মোঃ শামিম সরকার সবুজ,প্রধান বিচারক জনাব মোঃ আবু তালেব ও মোঃ সাইফুর রহমান সহ উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সান সাইন ফাউন্ডেশন এর প্রাথমিক,নিম্ন মাধ্যমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষক,শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

সর্বশেষ - অর্থনীতি