আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডের পুলহাট মিস্ত্রিপাড়া এলাকায় অটো রাইস মিলের ছাই ও আবর্জনায় প্রধান ড্রেন বন্ধ হয়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছে প্রায় ৪ হাজার পরিবার। এ পরিস্থিতি নিরসনে (রবিবার ১০ আগস্ট ২০২৫) সকাল ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সেনাবাহিনী ক্যাম্প বরাবর লিখিত আবেদন প্রদান করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।
লিখিত আবেদনে বলা হয়, দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুলহাট মিস্ত্রি পাড়ায় প্রায় ১৭ বছর ধরে দিনাজপুর পুলহাট খোয়ার পুলের সাথে সংযুক্ত প্রধান ড্রেনটি এলাকায় অবস্থিত ৮টি অটো রাইস মিলের ছাই ও বর্জ্যে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে আছে। ফলে বর্ষা মৌসুমে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া আবেদনে, নুর আলম নামক ব্যক্তির বিরুদ্ধে ড্রেন দখলের উদ্দেশ্য ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ড্রেন বন্ধ থাকায় বর্ষার সময় কোমলমতি শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না, অসুস্থ ও প্রবীণরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েন এবং দুর্গন্ধযুক্ত পানি ঘরে ঢুকে স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অনেকে বাধ্য হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ড্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে পানি জমে থাকে, জলাবদ্ধতা নোংরা পানি দিয়ে ঘর থেকে বের হওয়া যায় না চরম ভোগান্তি নিয়ে থাকতে হয়।
লিখিত আবেদনে, দ্রুত ড্রেন পরিষ্কার ও খনন, আধুনিক ড্রেন নির্মাণ, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ভবিষ্যতে অবৈধ দখল ও দূষণ রোধে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ নজরদারি চালুর দাবি জানান ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার অবহিত করার পরেও কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। তারা আশা করছেন, জেলা প্রশাসকের হস্তক্ষেপে এই দীর্ঘস্থায়ী দুর্ভোগের অবসান ঘটবে।