(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, দেশে গত ১৫ বছরে গড়ে ওঠা ‘ফ্যাসিবাদী কাঠামো’ এখনও ভাঙা হয়নি এবং রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ব্যস্ত থাকায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়িত হয়নি।
শনিবার (১৬ আগস্ট) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘গত এক বছরে যে সংস্কারগুলো প্রত্যাশিত ছিল, তা রাজনৈতিক দলগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তারা ক্ষমতার লোভে সংস্কারের বিষয়টিকে উপেক্ষা করছে।’
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘৩৬ জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষা সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। স্থায়ী পরিবর্তনের দাবি উপেক্ষিত হয়েছে।’
তার ভাষ্যমতে, রাজনীতিবিদদের ‘অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা’ দেশের স্থায়ী সংস্কারের পথে বাধা তৈরি করছে। অনুষ্ঠানে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।