শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিপুল অস্ত্র উদ্ধার হওয়া সেই বাড়িটি আ. লীগের লিটনের চাচাতো ভাইয়ের

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজশাহী নগরীতে একটি বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠান ঘিরে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল।

সেটি কোচিং সেন্টার হিসেবে পরিচালিত হত। ওই কোচিংয়ের মালিকের নাম মুনতাসিরুল অনিন্দ্য। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের ওপর আওয়ামী সন্ত্রারীরা হামলা চালায়। দুজন নিহত হন। ওই সময় রাজশাহী নগর ভবনে লিটন ও তার লোকজন বিপুল অস্ত্র মজুদ রেখেছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, তিন বক্স এয়ারগান শিশা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস ডিভাইস, একটি ম্যাগনেট, একটি বাইনোকুলার, দশটি সিমকার্ড, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল বিদেশি মদ। এছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আরএমপির মুখপাত্র গাজিউল ইসলাম জানান, অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তরের পর তারা বিস্তারিত জানাতে পারবেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি