মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ‘‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রন্জুর সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান,
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ ঘোড়াঘাটের ডিজিএম কামরুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস চাষী হিসেবে ৩ জনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস চাষী, জেলে, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।