সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে পৈত্রিক সম্পত্তি নিজ জিম্মায় ফেরত পেতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন

প্রতিবেদক
admin
আগস্ট ১৮, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর সদরের মুদিপাড়ার বাসিন্দা মৃত মনছুর আলীর পুত্র মো: মোজাফ্ফর আলী (৪৯) তার পৈত্রিক সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে নিজ জিম্মায় ফেরত পাওয়ার দাবিতে (১৮ আগস্ট ২০২৫ সোমবার) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। একই সাথে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদনও জমা দিয়েছেন।
তার অভিযোগ, আদালতের স্থিতাবস্থা সত্ত্বেও প্রতিপক্ষরা জোরপূর্বক তার জমি দখল করে ফল ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাচ্ছে।
আবেদনে মো: মোজাফ্ফর আলী উল্লেখ করেন, দিনাজপুর সদরস্থ মৌজা: উত্তর গোসাইপুর, জেএল নং: ৫৬-এর অন্তর্গত সিএস-১৯ ও এসএ-৫৮ খতিয়ানের মোট ৭.৬৮২০ একর জমির তিনি পৈত্রিক সূত্রে বৈধ ওয়ারিশ ও ভোগদখলকারী।
কিন্তু বিবাদী মো: সামিউল ইসলাম, মো. দবিরুল ইসলাম, মো: রুকুনুর ইসলাম, মো: রাহাতুল ইসলাম, মো: রেজাউল ইসলাম রেজা, মো: নুর নবী ইসলাম শুভসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই সম্পত্তি অন্যায়ভাবে দখলের চেষ্টা করছেন।
এই বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট গত ১৪/১২/২০২০ তারিখে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
মোজাফ্ফর আলী জানান, আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা অতীতেও বহুবার সম্পত্তির ক্ষতিসাধন করেছেন। এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০২৩, তারিখ: ১৪/০৭/২০২৩) দায়ের করেন, যার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিবাদীদের বিরুদ্ধে প্রসিকিউশন রিপোর্ট দাখিল করা হয়।
মোজাফ্ফর আলীর অভিযোগ, সর্বশেষ গত ১০/০৬/২০২৫ তারিখে বিবাদীরা তাদের জমি থেকে আম ও লিচু চুরি করে নিয়ে যায়। এরপর গত ১৯/০৬/২০২৫ তারিখে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তারা পুরো সম্পত্তিটিই দখল করে নেয়। তিনি আরও অভিযোগ করেন, তার গোডাউনে থাকা টাইলস ও অন্যান্য সামগ্রী প্রকাশ্যে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, যার ফলে তার ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি তার আবেদনে উল্লেখ করেছেন যে, বিবাদীদের মধ্যে মো: রেজাউল ইসলাম রেজার পুত্র মো: রিসালাত ইসলাম সজিব বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও রুকুনুর ইসলামের ছেলে মো: নুরনবী ইসলাম শুভ দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ-সম্পাদক হওয়ায় তারা রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন। এ কারণে তিনি স্থানীয় প্রশাসন থেকে কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন। এ ব্যাপারে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত অভিযোগও পাঠিয়েছেন।
অবশেষে, কোনো উপায় না দেখে মো: মোজাফ্ফর আলী জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন এবং এর অনুলিপি থানা, সেনাবাহিনী এবং র‍্যাবকে দিয়েছেন। তিনি জেলা প্রশাসকের কাছে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে এবং তার পৈত্রিক সম্পত্তি নিজ জিম্মায় ফিরে পেতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। তার আবেদনে সুপ্রিম কোর্টের আদেশ, জিডি এবং অন্যান্য অভিযোগের কপি সংযুক্ত করা হয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর দোয়া মাহফিল

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, বিভিন্ন অনিয়মের সত্যতা

আবু সাঈদ হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল

জন্মের ১৮ দিনেই ফুটপাত থেকে ৪ তলায়!

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ : তদন্ত কর্মকর্তাকে আজও জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত

যে ৬০ আসনে নির্ভার বিএনপি

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপ আটক

কোরআন হাতে নিউইয়র্কের প্রথম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি