রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

‘পরিচয় মিলেছে’ নুরের লোকদের পেটানো সেই ভাইরাল যুবকের

প্রতিবেদক
admin
আগস্ট ৩১, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পুলিশ ও যৌথবাহিনীর হাতে বেদম পিটুনি খেয়েছেন গণঅধিকার পরিষদের নুরুল ইসলাম নুরসহ দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিশেষভাবে নজর কাড়ে মেরুন টি-শার্ট পরিহিত এক যুবক। তিনি লাঠি হাতে সমানে পেটান নুরের লোকদের।

কিন্তু কে এই যুবক? ডিবি পুলিশের কেউ? যেহেতু তিনি বিনা ইউনিফর্মে ছিলেন, তাই তার পরিচয় নিয়ে নানা প্রশ্ন ওঠে জনমনে। কেন তিনি পুলিশের দলে মিশে ওভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পেটালেন, তা নিয়ে বিতর্কও ওঠে তুঙ্গে।

অবশেষে পরিচয় মিলেছে মেরুন টি-শার্ট পরিহিত সেই যুবকের। খোঁজ নিয়ে গেছে , ওই যুবকের নাম মিজানুর রহমান মিজান। তিনি পুলিশের ট্রান্সপোর্ট শাখায় কর্মরত।

এই শাখা নিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা হয়েছে। তবে তারা তাদের নাম প্রকাশ না করার অনুরোধ করেন।

পুলিশের সূত্রে জানা যায়, ট্রান্সপোর্ট শাখাটিতে মূলত পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত গাড়িচালকদের। এরা সাধারণত পুলিশের বিভিন্ন শাখার সদস্যদের আনা-নেওয়া ও থানার কর্মকর্তাদের ড্রাইভার হিসেবে কাজ করে থাকেন।

মেরুন টি-শার্ট পরিহিত ভাইরাল যুবক ব্যক্তি মিজানুর রহমান মিজান সেই ট্রান্সপোর্ট শাখায় কনস্টেবল (ড্রাইভার) হিসেবে কর্মরত। তার বিপি নম্বর- ৯৭১৭১৯৭২৪৩। এছাড়া তার ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে তাকে বেশ কয়েকবার কল দেওয়া হয়। কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

তবে মিজানুরের ব্যবহৃত নম্বরটিতে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে। সেটির প্রোফাইলে তার নেবি ব্লু একটি শার্ট পড়া ছবি দেওয়া। হাতে মোবাইল, কোমরে পিস্তল। মোবাইল হাতে তিনি দাঁড়িয়ে আছেন আয়নার সামনে।

কয়েকটি সূত্র আবার জানিয়েছে, মিজানুর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাসিরুল আমিনের গাড়ি চালান। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

‎‎মিজানুর এখন কোথায়, তা জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিনের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

এর আগে মিজানুরের পেটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেন, ওই যুবক ডিবি পুলিশের কেউ নন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত