মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আমার বাংলাদেশ (এবি) পার্টির অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের বিরামপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মুসাবিবরকে আহবায়ক ও মাহবুব হোসেন মুন্নাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম প্রকাশ করা হয়।
কমিটি গঠন উপলক্ষ্যে শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) বিরামপুর সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা করা হয়েছে। ছাত্রপক্ষ দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক এরশাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এবি পার্টির জেলা আহবায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যক্ষ শাহীনুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান পলাশ, উপজেলা এবি পার্টির আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব ফারুক-ই-আযম, জেলা যুব পার্টির সদস্য সচিব হাদিসুর রহমান, উপজেলা যুব পার্টির সদস্য সচিব সামিউল ইসলাম প্রমূখ।