আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি নং রাজ-২৯৩৬) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান। সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পেশাগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান ও অর্থ সম্পাদক আব্দুস সালাম। সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আগামী দিনে আরো সুসংগঠিত হয়ে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।



















