শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আ.লীগ নিয়ে মোস্তফার বক্তব্যে তোলপাড়, মুখ খুলল জাপা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আওয়ামী লীগের ‘ক্লিন ইমেজ’ নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফার সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। দলটি দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এখন আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেছে বলে সমালোচনা শুরু হয়েছে।

যেখানে অন্য প্রায় সব রাজনৈতিক দল এক হয়ে জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি তুলেছে সেখানে জাতীয় পার্টি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা শুরু করেছে। এমন সমালোচনার মধ্যে মুখ খুলেছে জাতীয় পার্টি।

শনিবার (৬ সেপ্টেম্বর) জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগ ‘ক্লিন ইমেজ’ নেতাদের মনোনয়ন নিয়ে দলটির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফার দেওয়া বক্তব্য সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত মতামত। এই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কোনো সিদ্ধান্ত ছাড়াই কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল বা নেতাদের সম্পর্কে মন্তব্য করেন, সেটিকে দলীয় অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই।

শনিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ ও নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।

এদিকে জাতীয় পার্টিকে (জাপা) ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তাদের নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ প্রায় ৩০টি দল। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানী শাহবাগ মোড়ে গণঅধিকার পরিষদের তিন দফা দাবিতে সংহতি সমাবেশে এ দাবি করেন ৩০ দলের নেতারা।

শুক্রবারের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘অনেকেই অনেক স্বপ্ন দেখছে আমরা লক্ষ্য করছি, অনেকেই ভাবছেন জাতীয় পার্টি (জাপা) দিয়ে আবার আইসা (এসে) পড়বে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন, স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই। স্বপ্ন দেখতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড। এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। জনগণের ধাওয়ায় পালিয়ে যাওয়া স্বৈরাচার আর ফিরে আসার কোনো রকম নজির নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত মানুষ।’

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাপ্রধান যে সব রাজনৈতিক দলের নেতাদের তার বৈঠকে ডেকেছিলেন সেখানে জাতীয় পার্টিও ছিল। কিন্তু এরপর প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেন তখন সেই আলোচনায় আর ডাক পায়নি দলটি।

৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টিকে ‘স্বৈরাচারের দোসর’ বলে প্রচার শুরু করে এবং দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা দিয়ে হামলার চেষ্টাও হয়েছে। এ নিয়ে দলটির মধ্যে এক ধরনের টানাপোড়েনও তৈরি হয়। যারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, তাদের কথা হলো— জাতীয় পার্টি ‘আওয়ামী ফ্যাসিস্টের দোসর’। তাদের মতে, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। আর যারা বিচারের মাধ্যমে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তাদের মতে, ফ্যাসিস্ট দলগুলোকে জনগণই নিষিদ্ধ করে দিয়েছে। বাকিটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে করা যায়। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত