মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরের ৬ আসনে মনোনয়ন দৌড়ঝাঁপ শুরু

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ছয়টি আসনে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা মাঠে নেমেছেন। আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মতিউর রহমানকে প্রার্থী করেছে দলটি। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন শিল্পপতি মনজুরুল ইসলাম মনজু, জাকির হোসেন ধলু ও মামুনুর রশিদ চৌধুরী মামুন। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও এনসিপিও নিজ নিজ প্রার্থী দিয়ে প্রচারণা শুরু করেছে।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি আসন পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন মো. মোজাহারুল ইসলাম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম ও বজলুর রশীদ কালু। জামায়াত থেকে মাওলানা একেএম আফজালুল আনাম প্রচারণায় সক্রিয় রয়েছেন।

দিনাজপুর-৩ (সদর) আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও টানা চারবার আওয়ামী লীগ এখানে জয়ী হয়েছে। এবার আওয়ামী লীগ নেই নির্বাচনি দৌড়ে। বিএনপির সাতজন সম্ভাব্য প্রার্থী মাঠে সরব। এদের মধ্যে আছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও শাহরিয়ার আকতার হক ডন। জামায়াত থেকে অ্যাডভোকেট মাইনুল আলমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী আখতারুজ্জামান মিয়া ও কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী (অব.) মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ চালাচ্ছেন। জামায়াত থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে সরব।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন বিএনপির ঐতিহ্যবাহী হলেও ১৯৮৬ সালের পর থেকে আওয়ামী লীগের দখলে ছিল। বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোণঠাসা থাকায় বিএনপি প্রার্থী হলে জয় প্রায় নিশ্চিত বলে মনে করছে নেতাকর্মীরা। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন এজেডএম রেজওয়ানুল হক, নূরুল হুদা বাবু, ব্যারিস্টার একেএম কামরুজ্জামানসহ আটজন।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন মনোনয়ন প্রত্যাশী। জামায়াত থেকে আনোয়ারুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও এবি পার্টিও প্রার্থী ঘোষণা করেছে।

দিনাজপুরের ভোটাররা এবার সামাজিক পরিবর্তন ও উন্নয়নমূলক কাজের জন্য প্রার্থীদের যাচাই করছেন। তরুণ ভোটারদের মধ্যে বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। নির্বাচন বিশ্লেষক মকসেদ আলী বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ভোটারদের আস্থা ফিরে আসবে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার না হলে অনিয়মের আশঙ্কা থেকেই যাবে। সুশীলসমাজের প্রতিনিধিরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কাঠামোর সংস্কার অপরিহার্য। দিনাজপুরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তা নির্বাচনের ফলাফলের মাধ্যমে স্থানীয় এবং জাতীয় রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দেবে।

সর্বশেষ - অর্থনীতি