বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

উত্তরবঙ্গের প্রাচীনতম দৈনিক পত্রিকা দৈনিক উত্তরার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর  টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে উত্তরবঙ্গের প্রাচীনতম দৈনিক পত্রিকা (যার রেজি নং রাজ -০১) দৈনিক উত্তরার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিষ্ঠাতা সম্পাদক মুহম্মদ মহসীনের স্মরণসভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার রামনগরের সম্পাদকীয় কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক উত্তরার সম্পাদক মো. আহমদ জাকি সুমন, সঞ্চালনা করেন পত্রিকার বার্তা সম্পাদক মো. মিন্নাতুল্লাহ মিন্নাত।
এ সময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর অর্থ সম্পাদক ও পত্রিকার ইউনিট চিফ আব্দুস সালাম, দিনাজপুরের প্রাচীনতম দৈনিক উত্তরা-এর মুদ্রণ, প্রকাশনা ও বিতরণ নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের দাবি করেছেন। জেলা প্রশাসকের বরাবর দেওয়া আবেদনে উল্লেখ, চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর ২১ মে ২০২৫ তারিখে পত্রিকার অক্টোবর ২০২৪ পর্যন্ত নিয়মিত প্রকাশের প্রত্যয়নপত্র প্রদান করেছে। অথচ কোনো সতর্ক নোটিশ বা শুনানি ছাড়াই নিষিদ্ধের আদেশ দেওয়া হয়েছে। তিনি দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বাভাবিক প্রকাশনা নিশ্চিত করার শংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠানে স্টাফ রিপোর্টার মো. ইসমাইল হোসেন, সামিন মালিয়াত ঐশ্বর্য, আনোয়ারুল ইসলাম বাবু প্রশান্ত কুমার রায়সহ পত্রিকার বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক উত্তরার প্রতিষ্ঠাতা সম্পাদকক মুহম্মদ মহসীনকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং পত্রিকার অতীত গৌরব ও সাংবাদিকতার ভূমিকা তুলে ধরেন। বক্তারা বলেন, উত্তরবঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গ্রামীণ জনজীবনের সমস্যা ও সম্ভাবনার কথা দেশবাসীর কাছে পৌঁছে দিতে দৈনিক উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানের শেষে পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ মহসীন ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত