মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে জেল কারাগারে সাজা প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার রাতে মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি মোঃ রফিজুল ইসলাম (৬৯)পিতা- মৃত আসমত আলী,সাং-নতুন বন্দর, থানা-সদর,জেলা -পঞ্চগড় জেল পুলিশ সূত্রে জানা যায়। সাজাপ্রাপ্ত কহিদি রফিজুল ইসলামের হঠাৎ অসুস্থতা দেখা দিলে দ্রুত কারা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে এবং কয়েদির অবস্থার অবনতি দেখা দিলে জেল কতৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতাল নেয়ার পরামর্শ দেন,উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এবং পুরুষ মেডিসিন ওয়ার্ডে ১০.৪৫ মিনিটে ভর্তি করা হয়। এবং কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে। তবে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।মৃত্যুর কালে তার বয়স হয়ে ছিলো ৬৯ বসর তার ভাই মোঃ নুর ইসলাম এর আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ অদ্য ১৬ সেপ্টেম্বর রাত-৭.৩৪ ঘটিকার সময় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।(উল্লেখ্য যে,সেশন মামলা নং-০৮/২০১১,জি.আর-২৩৩/২০১০,ধারা-৩০২ দঃ বিঃ মামলায় গত ২৫/১১/২০২১ তারিখ প্রশাসনিক কারণে রংপুর কেন্দ্রীয় কারাগার হতে দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করেন। দীর্ঘদিন জেল হাজতে ছিলেন সাজাপ্রাপ্ত কয়েদি রফিজুল ইসলাম সাজা কাঁদে থাকা অবস্থায় তার মৃত্যু হয়,এবং জেল কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করেন।


















