বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী রোজার আগে নির্বাচন হবে এবং নির্বাচন শেষে তিনি তার আগের কাজে ফিরে যাবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে কথোপকথনে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কথোপকথনে ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আইএমএফ প্রধান।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কল করেন জর্জিয়েভা। আলোচনায় তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

আইএমএফ প্রধান বলেন, অল্প সময়েই আপনি (ড. ইউনূস) অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে আপনি এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।

বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন আইএমএফ প্রধান জর্জিয়েভা।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে ড. ইউনূস বলেন জানান, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, নির্বাচন শেষে তিনি তার আগের কাজে ফিরে যাবেন।

আইএমএফ প্রধান রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সাহসী সংস্কারের ওপর গুরুত্ব দেন। জর্জিয়েভা বলেন, শক্ত অবস্থানে যেতে হলে সংস্কার জরুরি বিষয়।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।

এসময় তারা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এর মধ্যে নেপালে জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়ে তারা কথা বলেন।

কথোপকথনের সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

রাত পোহালেই রাকসুর ভোট: শীর্ষ ৩ পদে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই

দীর্ঘ আইনি লড়াইয়ে ক্লান্ত : প্রতারণায় নিঃস্ব জাপানি বিনিয়োগকারী

মাসুদা ভাট্টি বাংলাদেশবিরোধী মিথ্যা প্রচারণা চালাচ্ছেন: প্রেস উইং

দিনাজপুরে বোঝে না একে অপরের ভাষা : গুগল ট্রান্সলেটরই এখন তাদের ভরসা!

অকুতোভয় জুলাইযোদ্ধা হাদির বীরোচিত বিদায়

বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন ড. নূরুল ইসলাম

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, দাফন করতে নেওয়া হচ্ছে গ্রামে

দেশজুড়ে অব্যাহত বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ