মো. নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে মাদকাসক্ত দুই যুবক অপর যুবক সাজিদুল ইসলামকে (৩৮) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত সাজিদুল ঐ গ্রামের মৃত: অছির উদ্দিনের ছেলে। থানা পুলিশ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার লাশ দিনাজপুর মর্গে পাঠিয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাজিদুল ইসলাম তার ঘরের তোষকের নিচে ছয় হাজার টাকা রাখেন। বৃহস্পতিবার টাকা খুঁজতে গিয়ে দেখেন চার হাজার টাকা চুরি গেছে। বিষয়টি তার মা সাজেদা বেগমকে জানালে সাজেদা বেগম বলেন, ঐ ঘরে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান কবির (২৫) ও বেলাল হোসেনের ছেলে নুরুন্নবী (২৮) প্রবেশ করেছিল। বৃহস্পতিবার বিকেলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐ দু’জনকে দেখে সাজিদুল ইসলাম তার ঘর থেকে টাকা নেওয়ার বিষয় জি্েজ্ঞস করেন। এতে ক্ষিপ্ত হয়ে রায়হান ও নুরুন্নবী বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে সাজিদুল লুটিয়ে পড়ে। স্থানীয়রা সাজিদুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর রেফার্ড করেন। সন্ধায় দিনাজপুর নেওয়ার পথে অবস্থার অবনিত ঘটলে তাকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজিদুলকে মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

















