রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসায় প্রথম মহিলা হাফেজা’কে সংবর্ধনা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ

মো. ইসমাইল হোসেন (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার মহিলা হিফজ বিভাগের প্রথম ছাত্রী হিসেবে ৩০ পারা কোরআন হিফজ সম্পন্ন করায় মোছাঃ উম্মে সায়মাকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উম্মে সায়মাকে ক্রেস্ট, হেজাব ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মাদরাসার প্রিন্সিপাল জনাব সাদাকাত আলী খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সাইদুর রহমান, মাদরাসার পরিচালক কামরুল হাসান রাসেল এবং কমিটির সদস্য লায়লা হক ও সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সদ্য হাফেজা উম্মে সায়মা এবং তার বাবা মোহাম্মদ সেলিম মিয়া ও মা মোছাঃ মোরশেদা। এছাড়াও বক্তব্য দেন হাফেজা নাজিফা তাবাসসুম, হাফেজ আব্দুল্লাহ শাহীন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল শামীম হোসেন এবং সমন্বয়ক মুহাম্মদ কামারুজ্জামান।
২০২৩ সালে মাদরাসার হিফজ বিভাগ চালু হওয়ার পর উম্মে সায়মাই প্রথম ছাত্রী, যিনি হিফজ সম্পন্ন করার গৌরব অর্জন করলেন।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন হিফজ বিভাগের প্রধান ওস্তাদ হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত