মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

১৪ মাস পর হত্যাচেষ্টার অভিযোগে শামীম ওসমানসহ ৫৯ জনের নামে মামলা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মো. জিদান হোসেনকে (২২) হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৯ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ১৯ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় গুলি এবং দেশীয় অস্ত্রের আঘাতে জখম হন জিদান হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৪ মাস পর জিদান নিজেই বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সোমবার রাতে মামলাটি রেকর্ড করা হয়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান,আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, আওয়ামী লীগ কর্মী মো. বিল্লাল হোসেন, তাওলাদ হোসেন, রিফাত, আমির হোসেন, মো. জুলহাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, বাদী জিদান হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ - আর্ন্তজাতিক