শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩১, আহত ৯০০

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ৯০০ জন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে অভিনেতার রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর মহাসমাবেশে এই ঘটনা ঘটে।

করুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাশির্বাথাম জানিয়েছেন, ৫০০ জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কমপক্ষে আরও ৪০০ জনকে হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-এর সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান। তিনি বক্তৃতা শুরুর পরপরই সমাবেশ স্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। বিপুল সংখ্যক মানুষ সামনের দিকে আসার চেষ্টা করেন, যার ফলে পদদলনের ঘটনা ঘটে।

1

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় যখন তার বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে নিরাপত্তাকর্মীরা অ্যালার্ম বাজাতে শুরু করেন এবং বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিটিআই আরও জানিয়েছে, প্রচন্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। অনুষ্ঠানস্থলে কমপক্ষে ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় শোক জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।

এদিকে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে  অবব্যবস্থাপনার জন্য বিজয়ের গ্রেফতারের দাবি জানিয়েছে।

এরআগে গত ২০ আগস্ট মাদুরাইয়ে অনুষ্ঠিত টিভিকে-এর মহাসমাবেশ একজনের মৃত্যু হয়। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

চিনিকল চালুর ওপর নির্ভর করছে কাহারোলের কৃষি ভবিষ্যৎ

রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের মৃত্যুবাষির্কীতে হাবিপ্রবিতে দোয়া ও মোনাজাত 

দিনাজপুর জেলায় অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

২০২৩-২৪ অর্থবছরে মেট্রোরেলের আয় ২৪৪ কোটি টাকা

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হচ্ছে, আসামিরা পাচ্ছেন দায়মুক্তি

মেহেরপুর মাসিক স্বাস্থ্য বিধি দিবস উদযাপন

প্রধান উপদেষ্টা : সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব

সীমানার দাবি-আপত্তির শুনানি শুরু, নিরাপত্তা জোরদার ইসির

নির্বাচন ও গণভোট একদিনে করা সুস্পষ্টভাবে বিএনপির স্বার্থে: তাহের