বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

পার্বতীপুর উপজেলায় ডাস্টবিন-গোবরের স্তুপে দুর্বিষহ দুর্গন্ধ : রুমাল মুখে দিয়ে চলাচল করছে মানুষ

প্রতিবেদক
admin
অক্টোবর ১, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় ডাস্টবিন-গোবরের স্তুপে দুর্বিষহ দুর্গন্ধে রুমাল মুখে দিয়ে চলাচল করছে মানুষ। বাড়ছে ভোগান্তি এবং জনদুর্ভোগ। শান্তিতে নেই মানুষ। জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। কিন্তু বিধিবাম কর্তৃপক্ষ যেন জেগেই থেকেই ঘুমোচ্ছে। বার বার পৌর কর্তৃপক্ষকে অবহিত করলেই নেই কোন কার্যকর ভূমিকা।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়র ইসলামপুর কালীবাড়ি এলাকায় ডাস্টবিন, গোবরের স্তুপ এবং দেয়ালে গোবর শুকানোর কারণে সৃষ্ট চরম নোংরা পরিবেশ ও দুর্গন্ধে স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিদিনের তীব্র দুর্গন্ধ, সেই সঙ্গে বিষাক্ত পোকামাকড় ও সাপের উপদ্রবের আতঙ্কে এলাকার জনস্বাস্থ্য ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
​সরেজমিনে দেখা গেছে, কালীবাড়ি এলাকার সংকীর্ণ প্রধান সড়কের পাশেই স্থাপিত ডাস্টবিন থেকে ময়লা উপচে রাস্তার ওপর ছড়িয়ে পড়েছে। রাস্তার পাশে ছড়িয়ে থাকা ময়লার স্তুপ পার হওয়ার সময় পথচারীদের নাক চেপে হাঁটতে হচ্ছে। বিশেষ করে, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শিক্ষার্থীরা প্রতিদিন এই কঠিন দুর্ভোগ পোহাচ্ছে। ​স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর ছড়িয়ে থাকা ময়লার দৃশ্য পথচারীদের জন্য অত্যন্ত অস্বস্তিকর। কুকুর ও গরু খাদ্যের উচ্ছিষ্ট টেনে রাস্তায় আরও ছড়িয়ে দিচ্ছে। এর ফলে এই অঞ্চলে মশা, মাছি, পোকা-মাকড় ও অন্যান্য ক্ষতিকর প্রাণীর উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়েছে। ​এলাকার এক ভুক্তভোগী বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ​“রাস্তার পাশের দালানের বাসিন্দারা উপরের জানালা দিয়ে ন্যাপকিনসহ নানা বর্জ্য ছুড়ে ফেলছে। রাতের বেলা উচ্ছিষ্ট খাবারের গন্ধে পোকা, ব্যাঙ আর সাপ রাস্তায় নেমে আসছে। এভাবে সাপ ঘরে ঢুকে পড়ায় আমরা সবসময় আতঙ্কে থাকি।” ​প্রশাসনের হস্তক্ষেপহীনতা ও এক রহস্যময় ‘সার্ভেয়ারের’ হয়রানি ​ভুক্তভোগীরা লিখিতভাবে পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ জানানোর পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এলাকার মানুষকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছে। ​এলাকার জমির মালিক অভিযোগ করে বলেন, “আমাকে না জানিয়ে রাস্তার পাশে ডাস্টবিন বসানো হয়েছে, যা পুরো এলাকায় ভোগান্তি তৈরি করেছে।” ​ভুক্তভোগীদের অভিযোগের পর ‘পৌরসভার সার্ভেয়ার’ পরিচয় দিয়ে তুষার নামের এক ব্যক্তি এলাকায় গিয়ে সন্ত্রাসী কায়দায় ভয়ভীতি প্রদর্শন করতে দেখা গেছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এই তুষার পৌরসভা বা উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা নন, বরং তিনি দালালি ও টাকার দাবির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। ​ভুক্তভোগী এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ​“আমরা শুধু সমস্যা জানাতে গিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের দোসর তুষার উল্টো আমাদের অপমান করেছে। সে কি সরকারি দায়িত্বে আছে, নাকি শুধু দালালি করছে? আমরা প্রশাসনের সহযোগিতা ছাড়া কি করে একজন ভুয়া পরিচয়ধারী সাধারণ মানুষকে এভাবে ভয় দেখাতে পারে, সেই প্রশ্ন তুলছি।” ​স্থানীয়দের জরুরি দাবি
​এলাকাবাসী অবিলম্বে কালীবাড়ির ইসলামপুর এলাকার ডাস্টবিন অপসারণ বা বিকল্প স্থানে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন। ​তাদের প্রধান দাবিগুলো হলো:
১. দ্রুত ডাস্টবিন সরিয়ে জনদুর্ভোগ লাঘব করতে হবে।
২. আওয়ামী লীগের দোষর তুষারের ভুয়া পরিচয়ে সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ​জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়রা এখন থানা, র‌্যাব, সেনাবাহিনীসহ উপজেলা ও পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

কারাগারে নুসরাত ফারিয়া

হাসিনার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার ঘোষণা

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত

নতুন কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের

গণমাধ্যমে অপতথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিরিট থেকে সরে গেছে: ডাকসু ভিপি

১৫ সেনা কর্মকর্তাকে নিয়ে আসামিপক্ষের আইনজীবী ” ‘প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ’

অন্তর্বর্তী সরকারের বিবৃতি : রিকশাচালক গ্রেফতারে ধানমন্ডি থানার ওসিকে তলব

ইসরায়েলি বিমানবন্দরে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা