বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

শেষ সময় বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

প্রতিবেদক
admin
অক্টোবর ১, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি মিরপুরে এসে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

এদিন মিরপুরে আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীকে দেখা যায়, তাদের মধ্যে ছিলেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।

৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে ১ অক্টোবর আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল। সময়সীমা শেষ হওয়ার আগেই সরে দাঁড়ান তামিম ইকবাল।

জানা যায়, বুধবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র হাতে বিসিবিতে হাজির হন তামিম। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র টিকে গেলেও নিজেই স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন। মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ার কারণে অসন্তোষ ছিল তার।

খেলোয়াড়ি জীবনের পর তিনি বোর্ডে যুক্ত হয়ে বিশেষ করে ক্রিকেট অপারেশনে কাজ করতে আগ্রহী ছিলেন। সাধারণ পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত আর এগোননি।

বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার তামিম ইকবাল অধিনায়ক হিসেবেও দেশের ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এবার বোর্ডে যোগ দিয়ে অবদান রাখার স্বপ্ন থাকলেও তা আর হলো না।

তামিমের না থাকায় বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়াইয়ের সমীকরণ বদলে যাবে বলে মনে করছেন অনেকেই। এতে অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত