সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

লোগো ও ডিজাইন ব্যবহার করে নাহিদ ইসলামের বক্তব্য বিকৃতভাবে প্রচার

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বেসরকারি টেলিভিশন আরটিভির লোগো ও ডিজাইন ব্যবহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্য বিকৃত করে প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, নাহিদ ইসলামের মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। আরটিভির লোগো ও ডিজাইন ব্যবহার করে তৈরি ‘প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ শীর্ষক একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ আরটিভি প্রকাশ করেনি এবং নাহিদ ইসলামও এমন মন্তব্য করেননি। মূলত, আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৪ অক্টোবর ‘কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। সেটিকে সম্পাদনা করে আলোচিত কার্ডটি তৈরি করা হয়।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আরটিভির ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া ওয়েবসাইটের লিংকে একই শিরোনামের প্রতিবেদনটি পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

কি-ওয়ার্ড সার্চে জানা যায়, নাহিদ ইসলাম একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। আরটিভির লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ড দিয়ে তার মন্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, খাগড়াছড়ির সাম্প্রতিক বিষয়, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত