বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

প্রতিবেদক
admin
অক্টোবর ৮, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ অক্টোবর) আটক হওয়ার কিছুক্ষণ আগেই তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন এবং ভিডিওবার্তা রেকর্ড করেন। তার আগেই তিনি ‘দ্য কনসায়েন্স’ নামের জাহাজে ইসরায়েলি হামলার ঘটনাটি সরাসরি সম্প্রচার করেন।

ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।

এর আগে ফ্রিডম ফ্লোটিলার বরাতে আল জাজিরা জানিয়েছিল, গাজা অভিমুখে যাত্রার সময় তাদের বহরে ইসরায়েলি সেনারা হামলা চালায়। এতে ‘দ্য কনসায়েন্স’ সহ বেশ কয়েকটি জাহাজ দখল করে নেয় ইসরায়েল।

ফ্লোটিলা জানায়, হামলার সময় ‘দ্য কনসায়েন্স’ নৌকায় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী ছিলেন, যাদের মধ্যে শহিদুল আলমও ছিলেন। ওই বহরের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানায়, আইনি নৌ অবরোধ ভঙ্গের চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, আটক জাহাজ ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সকল যাত্রী নিরাপদ আছেন এবং দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ফ্রিডম ফ্লোটিলা একটি আন্তর্জাতিক শান্তি উদ্যোগ, যা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

জাতীয় নির্বাচন ঘিরে ডিসি পদে আসছে আরও পরিবর্তন

অসুস্থ হয়ে পড়ায় বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির

এইচএসসি ও সমমানের প্রথম দিনে অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ৪৩

হিন্দু ভোটব্যাংকে নজর জামায়াতের?

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেস সচিব

খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার

‘ইসরায়েলকে ধোঁকা’, জীবিত আছেন ইরানের কুদস ফোর্স কমান্ডার ইসমাইল কানি

আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা : জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া