বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

৫ দফা দাবি আদায়ে দিনাজপুরে জামায়াতে ইসলামীর বিশাল মানববন্ধন

প্রতিবেদক
admin
অক্টোবর ১৫, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুরেও বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর সরকারি কলেজ মোড় থকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তাজুড়ে এই মানববন্ধনে জামায়াতের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শহরের ১০টি স্পটে জেলা জামায়াত, শহর জামায়াতসহ জেলার ১৩টি উপজেলা থেকে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।
দিনাজপুর প্রেসক্লাবের সামনের স্পটে বক্তব্য রাখেন জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান এবং দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম। দিনাজপুর ইনস্টিটিউটের সামনের স্পটে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির এবং দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাহাদ্দিস ড. এনামুল হক।
এছাড়াও, সরকারি কলেজ মোড় স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আ স ম ইব্রাহীম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন। সুইহারি স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি মো. তৈয়ব আলী এবং শহর জামায়াতের সাবেক নায়েবে আমির মো. তোয়াব আলী মোল্লা প্রমূখ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে পিআর পদ্ধতির দাবি বাস্তবায়ন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ তাদের ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
জামায়াতের ৫ দফা দাবির মধ্যে রয়েছে: ১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। ২. নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সর্বশেষ - আর্ন্তজাতিক