শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে ৪৩টি কলেজের একজনও পাস করেনি

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড। বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫৭.৪৯ শতাংশ, যা কিনা এক চরম বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। ১ লাখ ৩ হাজার ৮৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৬০ হাজার ৮৮২ জন। এই ফল প্রকাশের পরই বোর্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও সমালোচনার ঝড় উঠেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বোর্ডের ফলাফল পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা সব দিক থেকেই তলানিতে ঠেকেছে।
পরিসংখ্যান বলছে, এবারের পাসের হার (৫৭.৪৯ শতাংশ) অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর পাসের হার ছিল ৭৭.৫৬ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৪৮ শতাংশ, ২০২২ সালে ৭৯.০৮ শতাংশ এবং ২০২১ সালে ছিল সর্বোচ্চ ৯২.৪৩ শতাংশ। অর্থাৎ, গত চার বছরের তুলনায় এবারের পাসের হার এক ধাক্কায় ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।
জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও এবার কমেছে উল্লেখযোগ্য হারে। এবারে মাত্র ৬ হাজার ২৬০ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১৪ হাজার ২৯৫ জন, অর্থাৎ অর্ধেকেরও বেশি কমেছে। এর আগে ২০২৩ সালে ৬ হাজার ৪৫৯ জন, ২০২২ সালে ১১ হাজার ৮৩০ জন এবং ২০২১ সালে ১৫ হাজার ৩৪৯ জন জিপিএ-৫ পেয়েছিল।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রংপুর বিভাগের মোট ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি (শূন্য শতাংশ পাস)। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০টি, ২০২৩ সালে ১৬টি, ২০২২ সালে ১৩টি এবং ২০২১ সালে ছিল মাত্র ২টি। মাত্র চার বছরের ব্যবধানে শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২১ গুণ বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষাব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও ১৫টি থেকে কমে ১১টিতে নেমে এসেছে।
এই চরম ব্যর্থতার মধ্যেও আশার আলো দেখিয়েছে মেয়েরা। এবারেও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৬১.৯২ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৫২.৬৫ শতাংশ। মোট জিপিএ-৫ প্রাপ্তদের (৬ হাজার ২৬০ জন) মধ্যে মেয়েরা পেয়েছে ৩ হাজার ৪৮৬টি এবং ছেলেরা পেয়েছে ২ হাজার ৭৭৪টি।
জেলাভিত্তিক ফলাফলে ৬৮.২৯ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে রংপুর জেলা। অন্যদিকে, ৪৩.১৯ শতাংশ পাসের হার নিয়ে সর্বশেষ অষ্টম অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা।
ফলাফলের এই মহাবিপর্যয়ের কারণ জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, ৪৩টি কলেজের কেউই পাস না করার ঘটনাটি পুরো ফলাফলের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, ওই ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেন কেউই পাস করেনি, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত