আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের পরিচিত মুখ, শিক্ষানুরাগী, সমাজসেবক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো. আব্দুল মজিদ গুরুতর অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মেসার্স পৃথিবী বুক স্টলের স্বত্বাধিকারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার অর্থ সম্পাদক এবং সাপ্তাহিক আজকের দিনাজপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে সুপরিচিত। পরিবার সুত্র জানায়, গত ১৮ অক্টোবর ২০২৫ শনিবার ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পঞ্চম তলায় ৫০৭ নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে, তবে তাঁর অবস্থা গুরুতর বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
তাঁর প্রতিষ্ঠিত মেসার্স পৃথিবী বুক স্টল দিনাজপুর অঞ্চলের বইপ্রেমীদের কাছে একটি পরিচিত নাম। একইসাথে, শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর অর্থ সম্পাদক হিসেবে শ্রমজীবী মানুষের কল্যাণে তাঁর অবদান অনস্বীকার্য।
তাঁর অসুস্থতার খবরে শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। তাঁর পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে তাঁর আশু সুস্থতার জন্য বিশেষভাবে দোয়ার আবেদন জানিয়েছেন।



















