সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিরামপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিবেদক
admin
অক্টোবর ২০, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ণ

মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুর উপজেলার চৌঠা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে সোমবার (২০ অক্টোবর) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানা গেছে, চৌঠা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (৭৪) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রবিবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সোমবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাকে গার্ড অব অনার প্রদান করেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও থানার ওসি (তদন্ত) আতাউর রহমান। তার জানাযায় উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের আহবায়ক শামসুদ্দিন ম-ল আবুল, সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা আবু বক্কর, শফিকুল ইসলাম, মোজাফফর রহমান, আব্দুল মজিদ, মোজাম্মেল হকসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুছল্লীগণ অংশ গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ফজলুর রহমানের মৃত্যুতে মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের আহবায়ক শামসুদ্দিন ম-ল আবুল ও সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সর্বশেষ - আর্ন্তজাতিক